এবার শ্রাবন্তীর বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছিল একটি জিমের প্রচারণা। অনেকেই জিমে ভর্তি হয়েছিল শ্রাবন্তীকে দেখে। মোটা অঙ্কের টাকাও জমা দিয়েছিলেন। কিন্তু সেই জিমে কিছুদিন পরেই তালা পড়ে যায়। আর এতেই খেপে যান সবাই। শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগ দায়ের করা হয় শ্রাবন্তীর বিরুদ্ধে।
এদিকে শ্রাবন্তী এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সবাই ভুলে যাচ্ছে আমি একটা মেয়ে, আমারও পরিবার আছে।’ তিনি আরো বলেন, ‘বহু দিন হলো আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। হ্যাঁ, এটা ঠিক যখন জিমটি খোলা হয়েছিল তখন আমি ছিলাম। কিন্তু বহু দিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই জিমের সঙ্গে। টাকা-পয়সার কোনো লেনদেন কেউ দেখাতে পারবেন না।’
শ্রাবন্তী আরো বলেন, ‘সবাই আসলে আমায় নিয়ে চর্চা করে মজা পায়। ভিউ বেশি আসে বলে হয়তো এমনটা করে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে, দিনের শেষে আমিও একটা মেয়ে। আমারও সন্তান আছে। আমার একটা পরিবারও আছে। এই ঘটনায় আমি খুবই বিরক্ত। একদমই ভালো লাগছে না আর।’
কয়েক মাস আগে ‘দ্য ফিটনেস এম্পায়ার’ নামে জিমটি খোলা হয়। যেখানে ভর্তির জন্য প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার ৭০০ রুপি করে নেওয়া হয়। আবার পার্সোনাল ট্রেনারের জন্য নেওয়া হয় আরো ৪ হাজার রুপি।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়