বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। সাইব্রান্ড এনগেলব্রেচন্ট ও লোগান বিক ব্যাটিংয়ে ভর করে ২৬২ রানে অলআউট হয় ডাচরা।
শনিবার (২১ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতেই বিক্রমজিত সিংয়ের উইকেট হারায় তারা। দলীয় ৭ রানে ১৩ বলে ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কলিন আক্রম্যান। তাকে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ম্যাক্স ও দাউদ। দুইজনে ৪১ রানের জুটি করেন। দলীয় ৪৮ রানে ২৭ বলে ১৬ রান করে আউট হন তিনি।
তার আউটের পর দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে চাপে পরে নেদারল্যান্ডস। কলিন আক্রম্যান ৩১ বলে ২৯ রান করেন। এরপর ক্রিজে আসেন লোগান বিক। তাকে নিয়ে ১৩০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন সাইব্রান্ড এনগেলব্রেচন্ট। দলীয় ২২১ রানে ৮২ বলে ৭০ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসেন রোলেফ ভ্যান ডার ম্যারে। তাকে নিয়ে ২৩ রানের জুটি করেন লোগান বিক। দলীয় ২৪৪ রানে ৭ বলে ৭ রান করেন রোলেফ ভ্যান ডার ম্যারে। তার আউটের দ্রুতই দুই উইকেট হারিয়ে ২৬২ রানে অলআউট হয় ডাচরা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়