মিয়ানমারে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে আমন্ত্রণ না জানানোয় বিরোধীদের দায়ী করছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘মিয়ানমারে এখনকার সহিংসতার জন্য সন্ত্রাসীগোষ্ঠীগুলো দায়ী। তারা সহিংসতা উস্কে দিচ্ছে। এ বিষয়গুলো কারও নজরে পড়ছে না। দেশের এমন ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে না কেউ। কিন্তু আমরাই কেবল সমস্যা সমাধানে কাজ করে চলছি। এমনকি আসিয়ানেরও উচিত চলমান সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা’।
আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে বাদ দিয়ে মিয়ানমার থেকে বেসামরিক দলের প্রতিনিধিকে আমান্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেন। চলতি মাসের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে নির্বাচিত প্রতিনিধি উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছে। তবে কেউ মিয়ানমারের পক্ষ থেকে আসিয়ানের সম্মেলনে অংশ নিচ্ছেন তা এখনও জানাননি সংশ্লিষ্টরা।
এদিকে মিয়ানমারের সামরিক সরকারের এক মুখপাত্র আসিয়ানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর পেছনে বিদেশি ইন্ধন রয়েছে বলে মনে করেন তিনি। সম্মেলনে সেনাপ্রধানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি আসিয়ান, আসিয়ানের উদ্দেশ্য ও নীতর পরিপন্থী।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়