বিপিএলের এই একটি ম্যাচ নিয়ে শুরু থেকেই ছিলো উত্তেজনা। কারণটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই সুপারস্টার সাকিব-তামিমের লড়াই। খেলায় শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২ রান। হাতে ছিল ১ এক উইকেট।
ওভারের দ্বিতীয় বলে এক রান নিয়ে শামিম পাটোয়ারি নন স্ট্রাইকে গেলে ম্যাচ হেলে পড়ে বরিশালের দিকে। কিন্তু পরের বলেই আউট সাইড এজে বাউন্ডারি পান হাসান মাহমুদ। ফলে এক উইকেটের জয় পেয়েছে রংপুর।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুমিনুল হককে হারিয়েছে রংপুর। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তবে আরেক ওপেনার ব্যান্ডন কিং এদিন রীতিমতো ঝড় তোলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তিনে নামা সাকিব। দ্বিতীয় উইকেট এই দুজন দলকে জয়ের পথে রাখেন।
৪৫ রান করে কিং সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। এরপর সাকিবও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৯ রান। সুবিধা করতে পারেননি শেখ মেহেদি ও নুরুল হাসান সোহানরা। তাদের দ্রুত ফিরিয়ে ম্যাচে ফেরে বরিশাল।
তবে টম মোর ও জিমি নিশামের ৩১ রানে জুটিতে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেয় রংপুর। মোরের ব্যাট থেকে এসেছে ১৭ রান, আর নিশাম করেছেন ২৮ রান। শেষ দিকে দলের হাল ধরেন প্রিটোরিয়াস। এই প্রোটিয়ার ব্যাট থেকে এসেছে ১৩ রান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন বরিশালের দুই ওপেনার। ২০ বলে ৩৩ রান করে তামিম ফিরলে ভাঙে ৩৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে মেয়ার্স। এই ক্যারিবিয়ান টম ব্যান্টনকে সঙ্গে নিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।
২৪ বলে ২৬ রান করেছেন ব্যান্টন। এই অজি ওপেনার ফেরার পরই মূলত পথ হারায় বরিশাল। পরের ওভারেই ধ্বস নামে বরিশালের ইনিংসে। রনি ১৩তম ওভারে সাজঘরে ফেরান মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মেয়ার্সকে।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়