ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভিযুক্ত করতে একটি প্রতিবেদন অনুমোদন করেছে দেশটির সিনেট তদন্ত কমিটি। করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত নয়টি অপরাধে বলসোনারোকে অভিযুক্ত করার অনুমোদন দিয়েছে কমিটি। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধও রয়েছে।
বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কমিটি ছয় মাস চেষ্টা চালিয়ে এক হাজার তিনশ’ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছে। এতে আরও ৭৭ জন ব্যক্তি ও দুইটি কোম্পানি অপরাধ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
গত সপ্তাহে প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে বলা হয়, জইর বলসোনারোকে গণহত্যা ও খুনে অভিযুক্ত করা উচিত। তবে সিনেটররা পরে টেকনিক্যাল কারণ দেখিয়ে ওই বিশেষ অভিযোগ বাতিল করে দেয়। এছাড়া অভিযুক্তদের তালিকায় আরও দশ জনকে যোগ করার সিদ্ধান্ত নেয় তারা।
প্রকাশিত মূল প্রতিবেদনে জইর বলসোনারোকে অ্যাডলফ হিটলার এবং অগাস্তো পিনোশের মতো স্বৈরশাসকদের পাশে রাখার কথা বলা হয়েছে। তবে এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি বলসোনারোর কার্যালয়।
সিনেট কমিটি প্রতিবেদন অনুমোদন করলেও প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ আনা সম্ভব নাও হতে পারে। কেননা তা করতে হলে ব্রাজিলের প্রসিকিউটর জেনারেলকেই আনতে হবে। আর তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এর আগে এই তদন্তকে উপহাস বলে উড়িয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়