সেই গালতিয়েরই দায়িত্ব নিচ্ছেন মেসি-নেইমার-এমবাপ্পেদের

আনুষ্ঠানিক ঘোষণাটাই শুধু আসা বাকি। মরিসিও পচেত্তিনো আর পিএসজি কোচের দায়িত্বে থাকছেন না, তা এর মধ্যে মোটামুটি সবাই জেনে গিয়েছেন।

পচেত্তিনোর জায়গায় মেসি-নেইমারদের কোচ হিসেবে কে দায়িত্ব নেবেন, সে ব্যাপারে জিনেদিন জিদানের নাম জোরেশোরে শোনা গেলেও জিদান নিজেই প্যারিসে যেতে আগ্রহী নন।

জিদানের এই অনাগ্রহই কপাল খুলে দিচ্ছে ক্রিস্তফ গালতিয়েরের। ভদ্রলোক আরেক ফরাসি ক্লাব নিসের কোচ, সদ্য শেষ হওয়া মৌসুমে পাঁচে তুলেছেন দলকে।

তার থেকেও বড় পরিচয়, এক মৌসুম আগেই এই গালতিয়ের লিলের কোচ ছিলেন, যে লিল পিএসজিকে টপকে জিতে নিয়েছিল লিগ শিরোপা। শেষ পাঁচ বছরে পিএসজি ছাড়া এই এক লিলই ফরাসি লিগের স্বাদ পেয়েছে। শুধু তা–ই নয়, দুই মৌসুম ধরে গালতিয়েরের দলকে লিগে হারাতে পারছে না পিএসজি, হোক সেটা লিল কিংবা নিস। এবার গালতিয়েরের নিসের কাছেই হেরে ফরাসি ক্লাব থেকে বিদায় নিয়েছিল পিএসজি। 

দুই মৌসুম ধরে পিএসজিকে জ্বালিয়ে মারা এই গালতিয়েরকেই নিজেদের পরবর্তী কোচ হিসেবে পছন্দ হয়েছে পিএসজির। যেহেতু জিদান আসছেন না, তাই গালতিয়েরেই ভরসা রাখছে ক্লাবটি।

কিছুদিন আগেই লিওনার্দোকে হটিয়ে পিএসজি ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছে লুইস কাম্পোসকে। মূলত তরুণ প্রতিভা তুলে আনা, তাঁদের চড়া দামে বিক্রি করায় খ্যাতি কাম্পোসের। তাঁর সময়ে এমবাপ্পে, বের্নার্দো সিলভাদের মোনাকো অবশ্য ফরাসি লিগ জিতেছিল ২০১৭ সালে। এরপর লিলে যান কাম্পোস, সেখানেও ২০১৯ সালে লিল লিগ জেতে। কাম্পোস থাকার সময়ে লিল যে কোচ ক্লাবটিকে লিগ শিরোপা এনে দেন, সেই গালতিয়েরকেই এখন পিএসজির কোচ হিসেবে চান কাম্পোস।

কিন্তু পিএসজি চাইল আর নিস হাসতে হাসতে নিজেদের কোচকে তাদের হাতে তুলে দিল, ব্যাপারটা তো এত সহজও নয়। নিস সাফ জানিয়ে দিয়েছে, মাত্র গত মৌসুমেই নিয়োগ দেওয়া কোচকে যদি পিএসজি চায়, ক্ষতিপূরণ বাবদ এক কোটি ইউরো দিতে হবে। ওদিকে ‘ফুত মের্কাতো’র সাংবাদিক সান্তি ওউনা জানিয়েছেন, পিএসজি এর অর্ধেক দিতে রাজি, পুরোটা নয়।
এই বিভাগের আরও খবর
বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন

মানবজমিন
বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

বিপিএলের জন্য বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদের

সমকাল
ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

ছয় আঙুল দেখিয়ে লিভারপুল সমর্থকদের কী মনে করালেন গার্দিওলা

কালের কণ্ঠ
বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি

কালের কণ্ঠ
দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দুই দলই নিজেদের অবস্থানে অনড়, নীরব দর্শক আইসিসি

দৈনিক ইত্তেফাক
চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে লিস্টে রাখার কথা জানালেন বিসিবিপ্রধান

যুগান্তর
ট্রেন্ডিং
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে 'বস্তায় বস্তায় ঘুষ' নেওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু

  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া