সেনাদের নিয়ে কাবুল ছাড়ল শেষ ব্রিটিশ বিমান

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৮ আগস্ট) বিমানটি কাবুল ছেড়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কয়েকটি ছবি সংযুক্ত করে একটি পোস্ট দিয়েছে। সেখানে ব্রিটিশ সেনাদের বিমানে উঠতে দেখা যায়। এ সময় তাদের বিধ্বস্ত মনে হচ্ছিল।

টুইটে সেনাসদস্যদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘বেসামরিক লোকজনকে নিরাপদে নিতে যারা অনেক চাপ ও ভয়াবহ পরিস্থিতির মধ্যে সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। ’

চূড়ান্ত ব্রিটিশ ফ্লাইটের পর প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে গর্ব করা উচিত। উন্নত জীবনের জন্য আগতদের স্বাগত জানানো এবং যারা পিছিয়ে গেছে তাদের জন্য দুঃখিত হওয়া উচিত।

এদিকে শেষ ব্রিটিশ সেনা প্রত্যাহার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন " আমাদের সেনারা চরম ধৈর্য ধারন করেছে। তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে মানুষের উন্নত জীবনের জন্য চেষ্টা করে গেছে। এবং চিন্তা করেছে যে তারা তাদের জীবনের জন্য ভয়ে মানুষকে সাহায্য করতে পারে। তিনি আরো বলেন, তারা বর্বর সন্ত্রাসী হামলা চোখের সামনে ঘটতে দেখেছে। এরপরেও তারা দমে যায়নি। শান্ত থেকে তাদের দায়িত্ব সম্পাদন করেছে। 

এদিকে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার জানান, আফগানিস্তান থেকে এখনো সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। নিরাপত্তার ঝুঁকিতে থাকা শতাধিক আফগান এখনো কাবুলে রয়েছেন। সেনা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর তারা যেকোনোভাবে আফগানিস্তান থেকে বের হয়ে আসতে পারলে যুক্তরাজ্য তাদের স্বাগত জানাবে।

এদিকে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর সব সেনা প্রত্যাহারের কথা রয়েছে।

এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৯০ নিহতের মধ্যে তিন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।  যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা গভীর শোক প্রকাশ করে জানাচ্ছি যে, কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চালানো আত্মঘাতী হামলায় এক শিশুসহ যুক্তরাজ্যের তিন নাগরিক নিহত হয়েছেন।
এই বিভাগের আরও খবর
কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

কেজরিওয়ালকে গ্রেপ্তারসহ ভারত ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মানবজমিন
মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

মস্কো হামলায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ: রিপোর্ট

জাগোনিউজ২৪
গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

গাজায় ত্রাণ নিতে গিয়ে ডুবে মারা গেলেন অন্তত ১২ ফিলিস্তিনি

সমকাল
বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাল্টিমোরে সেতু ধস, আবারও অনুসন্ধানে নামবেন ডুবুরিরা

বাংলা ট্রিবিউন
কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

কিয়েভ ও লেভিভে বিমান হামলা রাশিয়ার

প্রথমআলো
মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

মসজিদুল আকসায় তারাবির নামাজে লাখো মুসল্লি

কালের কণ্ঠ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়