আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকসিয়ান দেশটির সামরিক বাহিনীর প্রধানকে পদচ্যুত করায় প্রধানমন্ত্রীর আদেশে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন। শনিবার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়।
আর্মেনিয়ার চলমান রাজনৈতিক সংকট এর ফলে আরো গভীর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ানকে এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপারিয়ান পদত্যাগের আহ্বান জানানোর পর ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে তাকে পদচ্যুত করেন প্রধানমন্ত্রী।
গত বছরের নভেম্বরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তির পর থেকেই দেশজুড়ে বিরোধিতা ও বিক্ষোভের মুখোমুখি হয়েছেন নিকোল পেশিনিয়ান। যুদ্ধে আর্মেনিয়ার বিপর্যয়ের জন্য দায়ী করে বিরোধীরা পেশিনিয়ানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।
পাশিনইয়ানের পদত্যাগের দাবি জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনী প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানায়।
শনিবার আর্মেনিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সংকট ঘনঘন ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাধান হতে পারে না।
এতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার কাঠামোর মধ্যে আদেশের খসড়া তার আপত্তিসহ ফেরত দিয়েছেন।’
এদিকে নিকোল পাশিনইয়ান জানিয়েছেন, গাসপারিয়ানের পদচ্যুতির জন্য আবার দাবি উপস্থাপন করবেন।
এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত পরিস্থিতির সমাধানে কোনো ভূমিকাই রাখেনি। আমি আবার প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে সামরিক বাহিনীর প্রধানের পদচ্যুতির আবেদন পাঠাবো, আশা করবো প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে তাতে স্বাক্ষর করা হবে।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়