সারা বছর দেশে সর্বসাকল্যে ৭০ থেকে ৮০টির মতো সিনেমা হল চালু থাকে। তবে ঈদ বা অন্যান্য উৎসব উপলক্ষে নতুন করে কিছু সিনেমা হল সংস্কার করে চালু করা হয়। কোনো কোনো সময় বিকল্প ব্যবস্থাতে অডিটোরিয়াম ভাড়া করেও সিনেমা দেখানো হয়। আসন্ন ঈদুল ফিতরেও প্রায় ৩০টি সিনেমা হল মেরামত করে চালু হচ্ছে। সব মিলিয়ে এবারের ঈদে ১২০টির মতো সিনেমা হলে ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে প্রায় একশটি সিনেমা হলে নতুন মুক্তি পাওয়া ছবি আর বাকি ২০টিতে পুরোনো ছবি চালানো হবে বলে সমকালকে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন।
এদিকে ঈদে ডজনখানেক ছবি মুক্তির দৌড়ে থাকলেও কেবল চারটি ছবি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সৌমেন রায় বাবু। তিনি বলেন, মুক্তির দৌড়ে অনেক ছবি থাকলেও এখন পর্যন্ত ঈদে মুক্তির জন্য চারটি ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো 'গলুই', 'শান', 'বিদ্রোহী' এবং 'বড্ড ভালোবাসি'। এই চারটির মধ্যে 'গলুই', 'শান' ও 'বিদ্রোহী' এরই মধ্যে প্রায় ১০০টি সিনেমা হল চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
এবারের ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছবি হচ্ছে শাকিব খানের 'গলুই' ও সিয়াম আহমেদের 'শান'। দুটি ছবিতেই নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। ধারণা করা হচ্ছে, দুটি ছবিই ব্যবসায়িকভাবে লাভবান হবে। তবে এখন পর্যন্ত প্রচারের কৌশলে এগিয়ে আছে 'শান'। সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন ধারার ছবিটি নির্মাণ করেছেন এম রহিম। এই ছবির মাধ্যমে 'পোড়ামন-২' ও 'দহনে'র পর একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
অন্যদিকে শাকিব খান-পূজা চেরির প্রথম সিনেমা 'গলুই' ঘিরেও রয়েছে আলোচনা। এই দুই তারকার অনুরাগীরা মুখিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। আবহমান গ্রাম বাংলার মিষ্টি কাহিনি দেখিয়েছেন পরিচালক এসএ হক অলিক। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার গান ও টিজার। টিজার খুব একটা সাড়া না ফেললেও সবার ধারণা নির্মাতা অলিক দারুণ কিছুই নির্মাণ করেছেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়