৫২ তে এসে কামব্যাক করার একটা উদাহরণ হতে চান আসিফ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেশের বাইরে সেটেল হওয়ার ন্যূনতম চিন্তাকে প্রশ্রয় দেননি বলে জানিয়েছেন। তিনি দেশেই আছেন, দেশেরই আছেন, দেশেরই থাকবেন। আজ নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে এসব জানিয়েছেন আসিফ।
 
আসিফ লিখেছেন, ‘সেই ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিরতি, তারপর বাংলাদেশের কাছাকাছি দেশগুলোর বাইরে আর শো করিনি, নানান কারণে করা হয়ে ওঠেনি। সবাই গাইতে যায় সারা দুনিয়ায়, ফেসবুকে দেখে খুব ভালো লাগে। ২০২৩ সালটাকে আমার মনে হয়েছে কাম ব্যাক করার একটা পারফেক্ট বছর। বুদ্ধিমানরা বিকল্প খুঁজে নেয়।

রাজনৈতিক বিভাজনের বিষবাষ্প থেকে বেরিয়ে এসে সারা দেশে শুরু হলো স্কুল কলেজের বন্ধুদের রি-ইউনিয়ন। কুমিল্লায় ৯০ ব্যাচের সদ্যপ্রয়াত ছোট ভাই মাসুদ পারভেজ খান ইমরানের মাধ্যমেই আবার স্টেজ কনসার্টে ফেরা। কিছু কনসার্ট করে মনে হয়েছে এখনো আমাকে দিয়ে স্টেজ প্রোগ্রাম চালানো সম্ভব, নিজের ওপর কনফিডেন্সটা হারিয়ে যায়নি।’

কনসার্টে ফেরা নিয়ে আসিফ লিখেছেন, ‘বয়সও হয়েছে, চাইলেই সব প্রোগ্রামে যেতে পারি না, সব ধরনের গানও আগের মত গাইছি না। চাকরি করার সুবাদে নিজেকে যথেষ্ট বিজি রাখতে পেরেছি। সব সময় চেয়েছি অতিরিক্ত কনসার্টের কারণে যেন কণ্ঠ বিদ্রোহ না করে। সবকিছুর জন্যই একটা অধ্যবসায় আছে, থাকে। আমিও নিজের পেশাদারি কাজের প্রতি অনুগত। ৭ জুলাই আমার গানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ হবে। 

সংগীত পরিচালক শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাইয়ের হাত ধরে প্লে-ব্যাকে আসলাম এইতো সেদিন, ব্যাপারটা এমনই লাগে আমার কাছে। করোনার এফেক্ট আর লিগামেন্ট ইনজুরির কারণে শরীরটা খানিক ইনজামামুল হকের মত হয়ে গেছে, পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য ফিটনেস প্রোগ্রাম রেডি করেছি। যতটুকুই উচ্ছৃঙ্খলতা ছিল সেগুলো পরিহার করতে পেরেছি আইদাহ আসিফ রঙ্গনের ঐশ্বরিক প্রভাবে। আবারও নিজের অবস্থান নতুনভাবে জানান দিতে আসছে পুরোনো আসিফ, ইনশাআল্লাহ।’

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে আসিফ লিখেছেন, ‘The A Team মেম্বারদের নিয়ে মধ্য আগস্ট থেকে আমাদের ইউরোপ সফরের একটা শো চার্ট প্রায় রেডি হয়ে গেছে। স্পেন ইংল্যান্ড ফ্রান্স হয়ে টরন্টো পর্যন্ত এক মাসের সফর, মাঝখানে আরও কিছু ইউরোপিয়ান দেশও ঢুকে যাবে। সফরগুলো সামনে রেখে নিজেদের শাণিয়ে নিচ্ছি। বহু চড়াই-উতরাই পেরিয়ে আবারও পুরোনো ট্র্যাকে চেপে বসেছি। বায়ান্ন

বছর বয়সে এসে কামব্যাক করার একটা উদাহরণ হতে চাই। পেশাদারি জীবনে সব সময় সৎ থেকেছি, সবাইকে হয়তো হ্যাপি রাখতে পারিনি।’
এই বিভাগের আরও খবর
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন জর্জ লুকাস

ভোরের কাগজ
টালিউড সিনেমায় তারিন

টালিউড সিনেমায় তারিন

দৈনিক ইত্তেফাক
নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

ভোরের কাগজ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

বাংলা ট্রিবিউন
চলে গেলেন অভিনেতা রুমি

চলে গেলেন অভিনেতা রুমি

বাংলা ট্রিবিউন
জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

সমকাল
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়