‌'এটি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার'

আরিফিন শুভ। জনপ্রিয় চিত্রনায়ক। শিগগিরই 'নূর' ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এ ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন এ অভিনেতা। নতুন ছবির কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

প্রথমবার কোন ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন। কাজটি কতটা চ্যালেঞ্জিং?
অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমাকে এ পর্যন্ত আসতে হয়েছে। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যে জন্য বুঝেশুনে এ ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছি। একজন অভিনেতা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব একেবারে ভিন্ন। অভিনেতার প্রডাকশন মিটিংয়ে বসার কথা নয়। অভিনেতা হয়েও প্রডাকশন মিটিংয়ে বসছি। কাজটি কীভাবে এগোবে, কী প্রতিকূলতা আসতে পারে- সব ভাবতে হচ্ছে। আগে শুধু অভিনয় নিয়েই ভাবতে হতো। এবার শুটিং কীভাবে, কোথায়, কখন হবে, তার পরিকল্পনা করছি। দুটি বড় দায়িত্ব পালন কঠিন। একসঙ্গে ক্যামেরার সামনে-পেছনে কাজ করব। তারপরও কোথাও কোনো ঘাটতি থাকবে না আশা করি।

চ্যালেঞ্জ জেনেও ছবির কাজে হাত দিয়েছেন। কোন ভাবনা থেকে এ সিদ্ধান্ত নিলেন?
পরিকল্পনা করে করিনি। ঘটনাচক্রে হয়ে গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান আমার ওপর ভরসা করে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছে। প্রযোজকের আস্থার প্রতি সম্মান জানিয়ে এ কাজ করছি। কাজটি যাতে সুষ্ঠুভাবে ওঠে, তাই এ দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান দেখবে। ছবির নির্মাতা রায়হান রাফিও এসেছেন আমার মাধ্যমে। প্রযোজক আমার প্রতি আস্থা রাখায় নির্বাহী প্রযোজকের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়েছি।

এ দায়িত্বে আগামীতে কি আপনাকে দেখা যাবে?
একদমই নয়। এটি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ব্যাপার। নিজের প্রযোজনা সংস্থা ছাড়া এ দায়িত্ব পালন করব না। পরবর্তী সময়ে যখন নির্বাহী প্রযোজক হবো, তখন লগ্নিদাতা আমিই হবো। 'নূর' ছবিতে শুধু প্রযোজকের আস্থাকে সম্মান করার জন্য এ দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছি।

'বঙ্গবন্ধু' ছবিতে অভিনয় করেছেন। এতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মুম্বাইতে 'বঙ্গবন্ধু' ছবির কাজ করেছি। ছবির বাকি কাজ হবে বাংলাদেশে। আর ছবিতে অভিনয়ের কথা বলতে গেলে- এই অভিজ্ঞতা অসাধারণ। এত বড় চরিত্রে কাজ করব; তা কোনোদিন কল্পনাও করিনি- এত বড় স্কেলে কাজ হতে পারে। একটি শুটিং ইউনিটের ক্যানভাস এত বড় হতে পারে! বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে এটা আমার প্রথম ও শেষ কাজ। কারণ তিনি এরই মধ্যে ছবি নির্মাণ না করার ঘোষণা দিয়েছেন। 'বঙ্গবন্ধু' ছবি নির্মাণের জন্য তাকে অনুরোধ করা হয়েছিল বলেই তিনি কাজটি শুরু করছেন। আগামীতে অনেক বড় কিছু হয়তো করতে পারব। এ ছবিতে অভিনয় গত জীবন ও আগামী জীবনে একমাত্র পাওয়া বলে মনে করি।
এই বিভাগের আরও খবর
নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

নিজেকে এখন প্রাণভরে দেখি : পরীমণি

ভোরের কাগজ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল

বাংলা ট্রিবিউন
চলে গেলেন অভিনেতা রুমি

চলে গেলেন অভিনেতা রুমি

বাংলা ট্রিবিউন
জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

জোভান-মাহির ফ্যানপেজ গায়েব হয়ে গেল!

সমকাল
পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

নয়া দিগন্ত
স্বামীসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী স্পর্শিয়া

স্বামীসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী স্পর্শিয়া

ভোরের কাগজ
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়