ভারতের কিংবদন্তি সুরকার শান্তনু মৈত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।
বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এই চলচ্চিত্রটির শুটিং দুদিন আগেই ভারতের মুম্বাইতে শুরু হয়েছে।
আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না-এলেও টিম বঙ্গবন্ধুর একটি সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন যে সংগীতকার শান্তনু মৈত্রই এই ছবির গানে সুর দেবেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন।
ব্যক্তিগতভাবেও তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত গুণগ্রাহী, শেখ মুজিবের প্রতি অপরিসীম শ্রদ্ধাবোধও তার এই চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে জানা গেছে।
বস্তুত গত বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) যখন মুম্বাইয়ের একটি স্টুডিও-তে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের ‘শুভ মহরত’ সম্পন্ন হয়, সেই অনুষ্ঠানের এক্সক্লুসিভ ছবি কেবল বাংলা ট্রিবিউন-এ প্রকাশ হয়েছিল। সেই ছবিতেও এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল শান্তনু মৈত্রকে- যা থেকে এই ছবির সঙ্গে তার সম্পৃক্ততা আছে সেটা স্পষ্ট হয়েছিল।
‘বঙ্গবন্ধু’র পরিচালক তথা বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে আগেও একাধিকবার কাজ করার অভিজ্ঞতা আছে শান্তনু মৈত্রর। বস্তুত শ্যাম বেনেগালের শেষ দুটি ফিচার ফিল্ম বা কাহিনিচিত্র, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’- দুটি ছবিতেই সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন শান্তনু।
২০০৫ সালে বিদ্যা বালান ও সাইফ আলি খান অভিনীত ‘পরিণীতা’ ছবির সুরকার হিসেবে শান্তনু মৈত্র যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তা আজও অক্ষুণ্ণ। পরিণীতার পরও বলিউডে থ্রি ইডিয়টস, পিকে, লাগে রাহো মুন্নাভাই, রাজনীতি, মাদ্রাজ ক্যাফে, ববি জাসুস ইত্যাদি ছবিতে তিনি সুরকার হিসেবে কাজ করেছেন এবং উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট গান।
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়