‘বাইডেন ও কমলা হ্যারিস বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে’

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ করেছে ন্যাপ ভাসানী ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি, জো বাইডেনের গণতান্ত্রিক মনোভাব ও উদারতার মধ্য দিয়ে সারাবিশ্ব শান্তির পথে হাঁটবে। সারাবিশ্বে যে জাতিগত দ্বন্দ্ব, মারামারি তা বন্ধ হয়ে যাবে। সব দেশের রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রের পথে হাঁটবেন। আজকের সমাবেশ থেকে আশা করছি, জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্বের প্রতিটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিন হবে। এছাড়া জাতিসংঘ যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবে।


এ সময় বক্তারা রোহিঙ্গা সমস্যাসহ আন্তর্জাতিক সব সমস্যা সমাধানে জো বাইডেনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

নিম চন্দ্র ভৌমিক বলেন, ‘এই আমেরিকা প্রায় ৫শ’ বছর ধরে গণতান্ত্রিক মূল্যবোধে শাসিত হচ্ছে। আমেরিকা বিশ্বের শান্তির জন্য কাজ করছে। বিশেষভাবে মানবাধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে আমেরিকার জনগণ ও অ্যাডওয়ার্ড কেনেডি। আমরা কেনেডি ও দেশটির জনগণের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আজ আমরা যেই সমাবেশের আয়োজন করেছি, সেই সামাবেশের লক্ষ্য হলো, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানো। আমরা এই কারণেই তাদের অভিনন্দন জানাচ্ছি যে, অনেক প্রতিকূল অবস্থার পর আমেরিকার জনগণ এই দুই জনকে নির্বাচন করেছে। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

এই বিভাগের আরও খবর
আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

আন্তর্জাতিক নির্দেশিকাকে লঙ্ঘন করে শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে

মানবজমিন
ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো

কালের কণ্ঠ
রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত আমিরাত, ওমানে ভারি বর্ষণে নিহত ১৮

যুগান্তর
ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

ইসরাইলে হামলার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইইউ'র নতুন নিষেধাজ্ঞা, কী বলছে রাশিয়া

নয়া দিগন্ত
সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

সৌদি আরব ও প্রতিবেশী দেশে কবে ঈদ হতে পারে জানালেন জ্যোতির্বিদেরা

প্রথমআলো
বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নয়া দিগন্ত
ট্রেন্ডিং
  • ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

  • নির্বাচনের আগে পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ২৮

  • ভিসা পদ্ধতি পুরোপুরি তুলে নিলো যে দেশ

  • শন্তিপূর্ণভাবে মানুষ যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী

  • ২০৩৫ সালের মধ্যে চীনের পারমাণবিক অস্ত্র বাড়বে তিন গুণ

  • তানজানিয়ায় প্লেন দুর্ঘটনায় নিহত ১৯

  • ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে বেশি কর

  • কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের সেই ভাস্কর্য

  • ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় তেলের মূল্য আকাশছোঁয়া

  • অবিশ্বাস্য কীর্তিতে হাজার রানের ক্লাবে এনামুল বিজয়