আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ করেছে ন্যাপ ভাসানী ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি, জো বাইডেনের গণতান্ত্রিক মনোভাব ও উদারতার মধ্য দিয়ে সারাবিশ্ব শান্তির পথে হাঁটবে। সারাবিশ্বে যে জাতিগত দ্বন্দ্ব, মারামারি তা বন্ধ হয়ে যাবে। সব দেশের রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রের পথে হাঁটবেন। আজকের সমাবেশ থেকে আশা করছি, জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্বের প্রতিটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিন হবে। এছাড়া জাতিসংঘ যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবে।
এ সময় বক্তারা রোহিঙ্গা সমস্যাসহ আন্তর্জাতিক সব সমস্যা সমাধানে জো বাইডেনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
নিম চন্দ্র ভৌমিক বলেন, ‘এই আমেরিকা প্রায় ৫শ’ বছর ধরে গণতান্ত্রিক মূল্যবোধে শাসিত হচ্ছে। আমেরিকা বিশ্বের শান্তির জন্য কাজ করছে। বিশেষভাবে মানবাধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে আমেরিকার জনগণ ও অ্যাডওয়ার্ড কেনেডি। আমরা কেনেডি ও দেশটির জনগণের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আজ আমরা যেই সমাবেশের আয়োজন করেছি, সেই সামাবেশের লক্ষ্য হলো, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানো। আমরা এই কারণেই তাদের অভিনন্দন জানাচ্ছি যে, অনেক প্রতিকূল অবস্থার পর আমেরিকার জনগণ এই দুই জনকে নির্বাচন করেছে। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়