কখনো মালয়েশিয়ায়, কখনো ভারতের গোয়ার সমুদ্রসৈকতে ঘুরতে দেখা গেছে বলিউডের দুই হার্টথ্রব সারা আলী খান ও জাহ্নবী কাপুরকে। সিনেমার ইন্ডাস্ট্রিতে তাঁরা পরস্পর প্রতিদ্বন্দ্বী। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বন্ধুত্বের ছবিই বেশি ধরা পড়ে। শুধু জাহ্নবী নন, অনন্যা পান্ডে, রাধিকা মদনও সারার বন্ধু। সাধারণত সমসাময়িক নায়িকাদের সঙ্গে ‘ক্যাট ফাইট’-এর কথা বেশি শোনা যায়; কিন্তু সারা আলী খানের কাছে বন্ধুত্ব সবার আগে।
প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমি রাধিকা মদনের সঙ্গে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম। অনন্যার সঙ্গেও দেখা হয়। কয়েক দিন আগে একটি অ্যাওয়ার্ড শোতে আমরা সবকিছু ভুলে গল্পে মেতে উঠেছিলাম। আপনার যদি নিজের প্রতি আস্থা ও বিশ্বাস থাকে, তাহলে সবার সঙ্গেই বন্ধুত্ব করতে পারবেন।’
তবে এই বন্ধুত্বের বন্ধন সবচেয়ে পাকা হয়েছে করোনার সময়ে। সারা বলেন, ‘সব নায়িকার আলাদা বন্ধুমহল আছে। দুই বছর (করোনার সময়) আমরা “অ্যাকশন” শব্দটা শুনিনি। আমরা যে যন্ত্রণা ভোগ করেছি, তা কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা সবে সিনেমায় পা রেখেছি, আর আমাদের জীবন থেকে মূল্যবান দুটি বছর চলে গেল। একজন নায়িকার জীবনে সময়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানি। তাই এই কঠিন সময়ে আমরা একে অপরের সমব্যথী হয়ে উঠেছিলাম। আর এখান থেকেই আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। শুধু সমসাময়িক বলে একে অপরের সঙ্গে লড়াই করব, এর থেকে বোকামি আর কী হতে পারে!’
শিগগির মুক্তি পেতে যাচ্ছে সারা আলী খান অভিনীত ‘আতরাঙ্গি রে’ ছবিটি। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে আছেন অক্ষয় কুমার আর দক্ষিণি সুপারস্টার ধানুশ।
সারাকে প্রশ্ন করা হয়েছিল ব্যক্তিগত জীবনে তিনি কতটা ‘আতরাঙ্গি (অদ্ভুত)’। তিনি বলেন, ‘আমার মধ্যে অনেক অদ্ভুতুড়ে ব্যাপার আছে। আমার মনে যা আসে, সোজা বলে দিই। মাথায় একগাদা তেল মেখে আমি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারি। মুখে মেকআপ না করে ইন্টারভিউতে চলে আসতে পারি। এখন যেমন এসেছি। আসলে আমি কোনো কিছুর তোয়াক্কা করি না। আমি যখন যেমন, তেমন রূপেই নিজেকে গ্রহণ করতে ভালোবাসি।’
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়