‘শাহরুখ খান কে?’- এই প্রশ্ন করে রীতিমতো আলোচনায় চলে এসেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বেশ সমালোচনার শিকারও হয়েছেন এই রাজনীতিবিদ। শাহরুখ খানকে না চেনার বক্তব্যে ক্ষেপেছেন শাহরুখ ভক্তরা।
সম্প্রতি বজরং দলের কর্মীরা গুয়াহাটি শহরের নারেঙ্গিতে একটি প্রেক্ষাগৃহে হামলা চালিয়েছিল যেখানে ‘পাঠান’ প্রদর্শিত হবে এবং সিনেমাটির পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “শাহরুখ খান কে? আমি তাকে বা তার সিনেমা পাঠান সম্পর্কে কিছুই জানি না। খান আমাকে ফোন করেননি। যদিও বলিউডের অনেকেই তা করেন তাদের সমস্যা নিয়ে। তবে তিনি যদি ফোন করেন তাহলে আমি বিষয়টি দেখব। আইনশৃঙ্খলা ভঙ্গ করে মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।”
আসামের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে বেশ ঝড় উঠে শাহরুখ ভক্তদের মাঝে। সমালোচনার মুখেও পড়েন মুখ্যমন্ত্রী। তবে এরইমধ্যে নতুন তথ্য জানালেন তিনি। কিং খানের সাথে ফোনে কথা হয়েছে তার, এমনটাই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, বলিউড অভিনেতা শাহরুখ খানের সাথে রাত ২টায় তার কথা হয়েছে। নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান প্রদর্শনের ব্যাপারে গুয়াহাটির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শাহরুখ। মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। এ বিষয়ে তদন্ত করা হবে এবং এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার নিশ্চয়তা প্রদান করা হবে
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়