বার্সার জার্সিতে শততম ম্যাচটাকেও স্বরণী করে রাখলেন রাফিনহা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০১৪-১৫ মৌসুমে শেষবারের মতো বায়ার্ন মিউনিখকে পরাজিত করেছিল বার্সেলোনা। এরপর কেটে গেছে দীর্ঘ ৯টি বছর। কিন্তু জার্মান জায়ান্টদের বিপক্ষে আর জয় পাচ্ছিল না কাতালান ক্লাবটি। অবশেষে বুধবার আবারও সেই ভুলে যাওয়া জয়ের স্বাদ পেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এদিন তারা ৪-১ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখকে।
হ্যাটট্রিক করে এই ম্যাচের নায়ক রাফিনহা। তবে খোদ বায়ার্ন মিউনিখের অস্ত্রও এদিন এই জয়ের পেছনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন ধরুন, বার্সার ডাগ আউটে থাকা বায়ার্ন মিউনিখেরই সাবেক কোচ হ্যান্সি ফ্লিক। পাশাপাশি ক্লাবটির সাবেক তারকা খেলোয়াড় রবার্ট লেভানডোস্কিও এদিন একটি গোল করে কাতালানদের জয়ে রেখেছেন অবদান।
নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা এদিন বায়ার্নের গোলমুখ খুলেছিলেন ম্যাচের প্রথম মিনিটেই। ৪৫ মিনিটে দ্বিতীয় আর ৫৬ মিনিটেই চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। সেইসঙ্গে বার্সার জার্সিতে নিজের শততম ম্যাচটাকেও স্বরণীয় করে রাখলেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে রাফিনহাকে তুলে দানি ওলমোকে খেলার সুযোগ করে দেন হ্যান্সি ফ্লিক। তা না হলে হয়তো গোলসংখ্যাটা আরও বাড়তেও পারতো ইনফর্ম রাফিনহার।
এর আগে ম্যাচের ৩৬ মিনিটে বায়ার্ন মিউনিখের জালে বার্সার হয়ে বাকী গোলটি করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর অবশ্য কোন উদযাপন করেননি লেভা। অন্যদিকে, বার্সার বিপক্ষে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়