রান বাড়ছে দক্ষিণ আফ্রিকার। পাঁচ শ’ রানের গণ্ডি পেরিয়ে ছুটছে তারা। মিরপুরের পর চট্টগ্রামেও গলার কাঁটা হয়ে উঠেছেন মুল্ডার। সেনরান ম্যাথুসামির সাথে গড়েছেন শতরানের জুটি। ফলে আবার উইকেটের জন্য বাড়ছে হাহাকার।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটাও ধীরে ধীরে নিজেদের করে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনের শেষ দিকে বেশ কয়েকটি উইকেট হারালেও তার প্রভাব পড়েনি প্রোটিয়া শিবিরে।
এই মুহূর্তে ১৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উইয়ান মুল্ডার ৭৭ ও ম্যাথুসামি ব্যাট করছেন ৪৬ রানে। তাইজুল ৫ ও নাহিদ রানা নিয়েছেন ১ উইকেট।
এর আগে, হতাশার প্রথম দিনশেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ।
ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জে (বুধবার) সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি।
দুজনে মিলে ১৪৮ বলে ১১৬ রান তুলেন। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮ দশমিক ২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবার আঘাত আনেন এই স্পিনার, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার।
মধ্যাহ্নভোজের পরপর নাহিদ রানার আঘাত আনলে ষষ্ঠ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তাইজুলের পর দ্বিতীয় বোলার হিসেবে উদযাপনের উপলক্ষ এনে দেন রায়ান রিকেল্টনকে (১২) ফিরিয়ে। ৪২৩ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা।
এই বিভাগের আরও খবর
ট্রেন্ডিং
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- শেখ হাসিনার যত রেকর্ড
- ঘুরে আসুন সিকিম
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়